আমাদের সম্পর্ক ভাই-বোনের মতো : বিদায়ী শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রশংসা করেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, তিনি উচ্চ শিক্ষিত। তার জ্ঞান ও শিক্ষা উচ্চমানের। তিনি খুবই মার্জিত। তাকে আমি পছন্দ করি, আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমরা দীর্ঘদিন ধরে সংসদে একসাথে কাজ করছি। এছাড়া আমাদের সম্পর্ক ভাই-বোনের মতো, বন্ধুর মতো। মন্ত্রিসভায়ও একসাথে ৫ বছর কাজ করেছি। ফলে উনি এখানে দায়িত্ব পেয়ে আসাতে আমি খুবই খুশি। আমি তাকে স্বাগত জানাচ্ছি।

দশম জাতীয় সংসদের মন্ত্রীদের শেষ কর্মদিবসে সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ডা. দীপু মনি খুবই উদ্যোগী মানুষ। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চমানে নিয়ে যাবেন বলে আমি আশা করছি।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে দেশের অগ্রগতি, পরিস্থিতিসহ সব কিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী জনগণের কাছে পরিকল্পনা তুলে ধরেছিলেন। জনগণ তাকে রায় দিয়েছে। তাই মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গড়ে তুলবার ক্ষেত্রে নতুনদের যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেটা বিরাট দূরদর্শিতা। সঠিকভাবেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। এছাড়া মন্ত্রীদেরকেও অভিনন্দন জানাচ্ছি।’

বিদায়ী মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে যাবেন, আমরা তার কর্মী হিসেবে কাজ করবো যার যার জায়গা থেকে।’