আরও যে কীর্তি গড়লেন মেসি

লিওনেল মেসি বার্সেলোনার হয়ে অনেক কিছুই করেছেন। তবে সে তুলনায় দেশের হয়ে মেসির কীর্তি অনেকটাই কম। কাতার বিশ্বকাপের আগেই যেন চেনা রূপে ফিরে আর্জেন্টিনা ভক্তদের আক্ষেপ মিটিয়ে দিচ্ছেন লিও।

বার্সেলোনার হয়ে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড ছিল লিওনেল মেসির।

তবে জাতীয় দলের হয়ে এর আগে তিন গোলের বেশি করতে পারেননি মেসি। এবার সেই আক্ষেপও ঘুচিয়ে দিলেন ফুটবল জাদুকর লিও।
ফিফা প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করলেন এলএম টেন। আর তাতেই রেকর্ড, জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোন ম্যাচে তিনের বেশি গোল করলেন মেসি।

ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিকের পর ৭৬ মিনিটের মধ্যেই পাঁচ গোলের খাতান নাম লেখান মেসি।
সেই সাথে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬ গোলের মালিক মেসি। এবার তিনি হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে দিয়েছেন। তার সামনে থাকল কেবল তিনজন ফুটবলার।

এস্তোনিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে জাতীয় দলের জার্সিতে ভিন্ন ৩০টি দেশের বিপক্ষে গোলের কীর্তি গড়েছেন মেসি।