ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান মোদির

কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার তাগিদ দিয়ে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডেনমার্কের কোপেনহেগেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমস্যা সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির পথ গ্রহণের আবেদন জানিয়েছি।’

ইউরোপের একটি কূটনৈতিক সফরের অংশ হিসেবে বর্তমানে ডেনমার্কে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে তিনি জার্মানি সফর করেন। বুধবার তার ইউরোপের আরেক দেশ ফ্রান্স সফরের কথা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের। মস্কো থেকে অস্ত্র আমদানি নিয়ে ওয়াশিংটন দিল্লির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলেও আভাস মেলে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ না করলেও মস্কোর সঙ্গে দিল্লির দূরত্ব দেখতে চায় ওয়াশিংটন। এমন পরিস্থিতিতেই ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মোদি।