ইবিতে ব্রাকনেট আন্তর্জাতিক ফটোগ্ৰাফি ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে “ব্রাকনেট আন্তর্জাতিক ফটোগ্ৰাফি ওয়ার্কশপ” এর আয়োজন করেছে ইবি ফটোগ্রাফিক সোসাইটি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে এগােরো টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ২০১ কক্ষে এটি অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে সংগঠনটির সভাপতি এনামুল রায়হানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভারত থেকে আগত দক্ষিণ কলকাতার ফটোগ্রাফিক সোসাইটির চেয়ারম্যান ড. মনোজ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অশোক সমাদ্দার, ইপিএসএ. ইইআইএপি/বি কোশাল বসু ও কলকাতা ছায়াপথের সাধারণ সম্পাদক সুভজিৎ বিশ্বাস।

এছাড়াও বাংলাদেশী প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক ও তথ্যচিত্র ফটোগ্রাফার রাকিবুল আলম খান, সময় সংবাদের সমন্বয়ক শামস-ই-তানভির , বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ডিপুটি রেজিস্ট্রার আবু সিদ্দিক রোকন।

এসময় সংগঠনটির সদস্য লামিয়া হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুকিত ও কোষাধ্যক্ষ তন্ময় হাফিজ ও অন্যান্য সদস্যরা।

এসময় প্রশিক্ষকবৃন্দ ফটোগ্রাফির ইতিহাস, ধরন, গুরুত্ব, ফটোর সাথে আলো ও কালারের সম্পর্ক এবং ফটোগ্রাফি ও ক্যামেরা সম্পর্কিত বিভিন্ন কলাকৌশল, ব্যাসিক ফটোগ্রাফি, কম্পোজিশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

পরবর্তীতে ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র প্রদান করা হবে।