ইমরানকে আটক করলে রাজধানী দখলে নেওয়ার হুঁশিয়ারি পিটিআই কর্মীদের!

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ। তার বিরুদ্ধে জনসভায় পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনায় পিটিআই নেতারা ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। তারা বলেছে ইমরান খানকে গ্রেফতার করা হলে তার ফল ভালো হবে না।

শনিবার একটি জনসভায় ইমরান খান তার দলের এক নেতাকে আটক করার জন্য ইসলামাবাদ পুলিশ ও এক নারী বিচারকের সমালোচনা করেন।
ইমরান বলেছিলেন, ‘আপনারাও প্রস্তুত হন, আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের তদন্তকারীরা বলছেন, ইমরান পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।

ইমরানের সমর্থকরা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইমরানকে আটকের চেষ্টাও করা হয় তবে তারা রাজধানী নিজেদের দখলে নেবেন।

তবে পুলিশ বলছে, তারা ইমরান খানকে গ্রেফতার বা আটক করার জন্য সেখানে যাননি। তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইমরানের বাড়ির সামনে গিয়েছিলেন।

সূত্র: বিবিসি