ইরান রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে

যখন তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে উত্তেজনা বিদ্যমান ঠিক তখন স্যাটেলাইট থেকে নেয়া ছবিতে দেখা গেছে যে মঙ্গলবার একটি গ্রামীণ মরুভূমির লঞ্চ প্যাডে একটি রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবিগুলিতে ইরানের গ্রামীণ সেমনান প্রদেশের ইমাম খোমেনি স্পেসপোর্টে একটি লঞ্চ প্যাড দেখা গেছে। সেখান থেকেই সম্প্রতি কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের বারবার প্রচেষ্টা বার বার ব্যর্থ হয়েছে।

ইরান মহাকাশ বন্দরে আসন্ন উৎক্ষেপণের কথা স্বীকার করেনি এবং নিউইয়র্কে জাতিসংঘে তার মিশন মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

তবে মে মাসে রাষ্ট্র-চালিত আইআরএনএ সংবাদ সংস্থা বলেছিল যে, ইরান সম্ভবত ২০২৩ সালের মার্চ মাসে পারস্য ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ উৎক্ষেপণের জন্য নিজেদের তৈরি সাতটি উপগ্রহ প্রস্তুত রাখবে। প্রতিরক্ষা মন্ত্রকের একজন কর্মকর্তাও সম্প্রতি আভাস দিয়েছেন যে ইরান শীঘ্রই তার নতুন কঠিন পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। স্যাটেলাইট বহনকারী জ্বালানির রকেট এর নাম জুলজানাহ।