এবার তদন্ত কমিটির বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্যাপিটল হিলে হামলার তদন্তকারী মার্কিন কংগ্রেশনাল কমিটির শুনানিতে হাজির হওয়ার জন্য ‘সাপিনা’ বা সমন জারি করা হয়েছে।

এই কমিটির অভিযোগ, ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা করেছে যেখানে তিনিই ছিলেন ‘মূল খেলোয়াড়।’ খবর আরব নিউজের।

কিন্তু মার্কিন কংগ্রেশনাল কমিটির শুনানিতে ট্রাম্প হাজির হবে না বলে জানিয়েছেন। প্রয়োজনে তিনি তদন্ত কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করেবন।

ট্রাম্পের আইনজীবী ডেভিড এ ওয়ারিংটন এক বিবৃতিতে ট্রাম্পের এ আইনি পদক্ষেপের কথা জানান।ট্রাম্প বলেছেন, এ পর্যন্ত কোন মার্কিন প্রেসিডেন্টকে এভাবে জবাবদিহি করতে হয়নি, যেভাবে আমাকে নিয়ে টানা-হ্যাচড়া করা হচ্ছে।তদন্ত কমিটিতে আগামী ১৪ নভেম্বর ট্রাম্পকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।