কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ/১৮ উদযাপন উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘মৎস চাষে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩ নম্বরে। আর সারা বাংলাদেশে সাতক্ষীরা সর্বাগ্রে, সাতক্ষীরা জেলার সর্বাগ্রে হলো কলারোয়া উপজেলা।

তিনি আরো বলেন- সঠিক তথ্যের মাধ্যমে মাছ চাষে উৎসাহ, আর্থিক অনুদান, স্বল্প ও বিনা সুদে ক্ষুদ্র ঋণসহ মৎস্য চাষ ও মৎস্যজীবীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে মৎস্য সপ্তাহ’র নানা কর্মসূচি, মৎস্য চাষে সমস্যা, সমাধান ও সম্ভবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত কলারোয়ার সাংবাদিকবৃন্দ।

এবারের মৎস্য সপ্তাহে উপজেলা অডিটোরিয়ামে ১৯ জুলাই বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন তালা-কলারোয়ার সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

“স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বজলুর রহমান সরদার, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক এসএম জাকির হোসেন, জুলফিকার আলী, আব্দুল আজিজ, মোজাফ্ফার হোসেন পলাশ, মুজাহিদুল ইসলাম, সরদার জিল্লু, সুজাউল হক, কামরুজ্জামান, মৎস্য স¤প্রসারণ অফিসার পঙ্কজ বাহাদুর, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আবুল কাসেম ও মনিরুজ্জামান, প্রমুখ।

এছাড়া, এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি, শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাছের পোনা অবমুক্তকরণ ও ক্রেস্ট বিতরণ।