কিয়েভ থেকে পালিয়ে গেছেন জেলেনস্কি, দাবি রুশ স্পিকারের

ইউক্রেনের প্রেসিডেন্ট কিয়েভ ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন।

তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার রাজধানী কিয়েভ থেকে পালিয়ে পশ্চিমাঞ্চলীয় লভিব শহরে চলে গেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। খবর স্পুটনিকের।

ভলোদিন বলেন, জেলেনস্কি দ্রুততার সঙ্গে কিয়েভ থেকে চলে গেছেন। শুক্রবার তিনি কিয়েভে ছিলেন না। উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনি লাভিভ শহরে চলে গেছেন।

রুশ স্পিকার আরও দাবি করেন, জেলেনস্কির যে ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আগে রেকর্ড করা।
ভলোদিন বলেন, জেলেনস্কির লাভিভ শহরে চলে যাওয়ার তথ্য ইউক্রেনের সংসদ সদস্যরা দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেন।

তার আগে গত সোমবার তিনি দোনবাসের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন।