খাগড়াছড়ির লক্ষাছড়িতে ভেজাল বিরোধী অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষাছড়ি উপজেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার(৩রা মে) লক্ষাছড়ি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫১ধারায় সহকারি কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার(ভা: প্রা:) হোসনে আরা এ জরিমানা আদায় করেন।
জানা যায়, ৪টি মামলায় ৬হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রেডলাইসেন্স এর মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, পঁচা-বাশি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এ জরিমানা আদায় করা হয়।

প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, নিয়ম-নীতি না মানলে ভেজালবিরোধী অভিযান আরো জোড়দার করা হবে বলে অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেড হোসনে আরা সাংবাদিকদের জানান।