‘খুলনায় শান্তিপূর্ণভাবে চমৎকার নির্বাচন হয়েছে’

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) শান্তিপূর্ণভাবে চমৎকার নির্বাচন হয়েছে দাবি করে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) । মঙ্গলবার (১৫ মে) কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ কমিশনের সন্তুষ্টির কথা জানান।

তিনি বলেন, ‘কেসিসির ২৮৯টি কেন্দ্রের মধ্যে ৩টিতে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রে চমৎকার ভোট হয়েছে। শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

গণমাধ্যমে বিভিন্ন অনিয়মের কথা আসার প্রসঙ্গে প্রশ্ন করলে ইসি সচিব বলেন, ‘আমরা সকাল থেকে নির্বাচন মনিটর করেছি। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সবগুলো টিভি চ্যানল ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি। যে অনিয়ম দেখানো হয়েছে, তা কেবল ওই স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের।’

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কয়েকটি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে কিছু গোলযোগ বা বিশৃঙ্খলা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেট গিয়ে তার ‍সুরাহা করেছেন।’

বিএনপির অভিযোগের বিষয়ে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা নির্বাচনি কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখেছি। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া দুটি কেন্দ্রের ফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে বলে ইসি সচিব জানান।