গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকসহ ৩ জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২১ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় আনিছুর রহমান (৫০), আরিফুল ইসলাম (৩০) ও সুজন মিয়া (৩৫) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

গ্রেফতার আনিছুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খোরশাল গ্রামের মৃত সাইদুল ইসলামের পুত্র। এছাড়া আরিফুল ইসলাম ও সুজন মিয়ার ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী ব্লু-বার্ড ট্রাভেল্স নামের যাত্রীবাহী বাস তল্লাশিকালে আরিফুল ইসলামের কাছ থেকে ১০ বোতল ও সুজন মিয়ার কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া গোবিন্দগঞ্জের খোরশাল গ্রামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

ওসি শামসুল আলম শাহ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।