গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিলিন্ডার পাইপের মাধ্যমে বিস্ফোরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়াল ঘরের আগুন সিলিন্ডার পাইপের মাধ্যমে বিস্ফোরণে গোয়াল ঘর ও বসত ঘর আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউপির শাকপালা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মৃনাল চন্দ্র দাসের বসতবাড়ির দুটি ঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়। পেশায় সেলুন কারিগর মিনাল ওই গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, রাত ১০টার দিকে গোয়াল ঘরের ধোঁয়ার আগুন গ্যাস সিলিন্ডারের সরবরাহ প্লাস্টিক পাইপে ধরলে তা মুহূর্তে বিস্ফোরণ আকারে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে গোয়াল ঘর থেকে বসত ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকারে প্রতিবেশিরা গোয়াল ঘরে থাকা প্রাণীগুলো বাঁচাতে পারলেও পানি দিয়ে বসত ঘরের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলেও যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় তারা ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মামুন জানান, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারটিকে পরবর্তীতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।