গাইবান্ধায় প্রাণিসম্পদ প্রদর্শনী

গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার স্থানীয় ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজী চত্বরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ, বিআরডিবি উপজেলা কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ।

সদর উপজেলার বিভিন্ন খামারী ও ব্যক্তি পর্যায়ের ৪২টি স্টল স্থাপন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির পশু প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি ডেইরী মালিক ও পশু পালনের জন্য কৃতি ডেইরী ফার্ম মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।