গাজীপুরে মহুয়া ট্রেনের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত

ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটো চাকা ও তিনটি বগি বৃহস্পতিবার লাইনচ্যুত হয়েছে। গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েক যাত্রী আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ। তিনি জানান, ট্রেনটি বেলা ১১টা ১২ মিনিটে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। সেখানে রেললাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকারীরা লাইনের নিচে কাঠ সরিয়ে ফেলে।

মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেয় স্টেশন মাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। রেল স্টেশনের এক নম্বর লাইনে যান চলাচল স্বাভাবিক আছে।