চট্টগ্রাম মহাসড়কে পুলিশ দেখে প্রাইভেটকার ও ফেনসিডিল ফেলে দৌড়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/d-2-20220819143515.webp)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পুলিশ দেখে ফেনসিডিল ও প্রাইভেটকার ফেলে পালিয়েছেন তিন মাদক কারবারি। পরে ঘটনাস্থল থেকে ১৬০ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম মাদকপাচারের গোপন সংবাদ পেয়ে মদনপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় প্রাইভেটকারে ড্রাইভারসহ দুই অজ্ঞাত ব্যক্তিকে আসতে দেখে সিগন্যাল দেয়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করার সময় আসামিরা প্রাইভেটকার রেখেই দৌড়ে পালিয়ে যান।
ওসি নবীর হোসেন আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন