চির নিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরার কলারোয়া পাইলট হাই স্কুলের শিকক আমজাদ হোসেন

পারিবারিক করবস্থানে স্ত্রীর পাশে চির নিদ্রায় শায়িত হলেন কলারোয়া সরকারী পাইলট হাইস্কুলের ইংরেজি শিক্ষক আমজাদ হোসেন। তিনি বৃহস্পতিবার দিন গত রাত ৩.৩০ মিনিটের সময় সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের নিজ বাসস্থানে ইন্তেকাল করেন।(ইন্নাল্লিাহি অইন্নাইলাহি রাজিউন) মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শুক্রবার জুম্মা নামাজের পর পাথারঘাটা বলফিল্ডে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে উপস্থিত ছিলেন ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজমল উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, কলারোয়া সরকারী পাইলট হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন।

প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সাবেক বিজ্ঞান শিক্ষক আবুল হোসেন, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বাকী বিল্লাহ শাহী, মাষ্টার সামছুর রহমান লাল্টু, ইউপি সদস্য জাহিদ ইকবাল প্রমূখ।

মরহুমের যানাজার নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আন্দোলনের সাতক্ষীরা জেলা আমীর প্রফেসর ওবাইদুল্লাহ গয্্নফর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন নানান জটিল রোগে ভুগছিলেন।বেশ কিছুদিন ধরে তিনি শষ্যাশায়ী ছিলেন।
মৃত্যকালে তিনি ১ পুত্র, তিন কন্যা সন্তান ও অসংখ গুনগ্রাহী ব্যাক্তি রেখে গেছেন।