জ্বালানির দাম বাড়ানো ছাড়া সরকারের আর উপায় ছিল না: আইনমন্ত্রী

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘শিশু অধিকার সুরক্ষায় বাংলাদেশের আইন পর্যালোচনা’ বিষয়ক এ কর্মশালায় আইনমন্ত্রী জানান, শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, শিশুদের উন্নয়নের জন্য আইনে যেসব পরিবর্তন করা দরকার তা অবশ্যই করা হবে। তবে সরকার এমন আইন করতে চায়, যা সমাজে বাস্তবায়ন করা সম্ভব।

মন্ত্রী বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাই সব শিশুকে সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে পথশিশু (টোকাই) ও বিত্তবানের শিশুর মধ্যেও পার্থক্য থাকা উচিত নয়।

তিনি বলেন, সরকার শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণের সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে বৈষম্যবিরোধী নামে একটি আইন প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। এর পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়াতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এমন আইন করতে চায়, যা সমাজে বাস্তবায়ন করা সম্ভব। বাস্তবসম্মত নয়- এমন আইন সমাজের ঘাড়ে চাপিয়ে দিলে তা কেবল আইনের বইতেই থেকে যাবে। বাস্তবায়ন হবে না। বাস্তবে কোনো কাজে আসবে না। সরকার তা চায় না।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক (এডভোকেসি) টনি মাইকেল গমসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বক্তব্য রাখেন