টাঙ্গাইলে রাইসমিলের ছাদ ভেঙে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনার তদন্তে কমিটি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একতা রাইসমিলের ছাদ ভেঙে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাইসমিলের ছাদ ভেঙে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের চালকলের ছাদ ভেঙে তিন শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন