ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মিনা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আনন্দ নিয়ে পড়ব, সুন্দর ভবিষ্যৎ গড়ব,
মানসম্মত শিক্ষা পেতে, স্কুলে রোজ যেতে হবে।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীশংকৈলে মিনা দিবস পালিত হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে উপজেলায় শেষ হয়।

পরে শিক্ষক ও শিক্ষার্থীদের গল্প বলার আসর, সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সহ উপজেলা হল রুমরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, মঞ্জুরুল আলম, ঘনশ্যাম, সীমান্ত বসাক, জাহিদ হোসেন, ডাঃ আব্দুল্লাহ আল মুনইম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ । এছাড়াও প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, দিলারা বেগমসহ শিক্ষক ও শিক্ষাথীরা।