ঠাকুরগাঁওয়ে ভূল্লী ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংঘের ২ বছর পূর্তি উদযাপন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভূল্লী ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংঘের ২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন ভূল্লী ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংঘের ২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, খেলাধুলা, কেককাটা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভূল্লী ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংঘের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ রিংকু চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক সমীর দত্ত, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর এ আলম সিদ্দিকী মুক্তি, ১৫ নং দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম ও ভূল্লী থানার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ সংগঠনের উন্নয়নের সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে খেলাধুলায় প্রধান আর্কষণ ছিলো মহিলারদের জন্য মাছ ধরা ও ছেলেদের জন্য কলা গাছের উপরে উঠা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভূল্লী ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংঘের সভাপতি সেলিম ইসলাম, সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান।

২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন মিনিষ্টার শোরুম, বাহার ট্রেডিং এজেন্সি।