ঢাকাসহ ৩ বিভাগে ঝোড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা

সোমবার দুপুরের দিকে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ঝোড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে সোমবার এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেলা ১১টা হতে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া ও মোংলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য তেমন পরিবর্তন নেই। তবে এ সময়ের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।