তানজানিয়ায় অবতরণ করতে গিয়ে হ্রদে বিমান

তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান খারাপ আবহাওয়ার ফলে দুর্ঘটনাবশত লেক ভিক্টোরিয়ায় অবতরণ করেছে। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুকোবা শহরে ঝোড়ো আবহাওয়ায় বিমানটি অবতরণের চেষ্টা করছিলো। তবে দুর্ঘটনাবশত সেটি লেক ভিক্টোরিয়ায় গিয়ে পড়ে।

বিমানটিতে থাকা ৪৯ জন যাত্রীর মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, লেজ বাদে পুরো বিমানটি পানিতে ডুবে রয়েছে আর এটিকে ঘিরে রয়েছে কয়েকটি উদ্ধারকারী নৌকা।

জানা গেছে, বুকোবা বিমানবন্দরের এক প্রান্তে অবস্থিত আফ্রিক মহাদেশের সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়া।

তানজানিয়ার বেসরকারি বিমান সংস্থা প্রেসিশন এয়ার-এর বিমানটি রাজধানী দারেস সালাম থেকে উড্ডয়ন করে বুকোবার উদ্দেশ্যে যাচ্ছিল।

উদ্ধারকাজ চলাকালে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু।

এক টুইটবার্তায় তিনি বলেন, ‘প্রেসিশন এয়ারের বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। আসুন উদ্ধারকারীরা তাদের কাজ করার সময় আমরা সবাই শান্ত থাকি এবং ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি।