দরজায় কড়া নাড়ছে বিপিএল, টিকিটের দাম চড়া

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। এবার পঞ্চম আসরের উদ্বোধনীসহ শুরুর আটটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। কিন্তু খেলা দেখতে এক একটি টিকিটের পেছনে বেশ চড়া দামই গুনতে হবে দর্শকদের।

৩১ অক্টোবর থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উত্তর গ্যালারির টিকিট। পশ্চিম গ্যালারি ৩০০ টাকা, গ্রিন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা ও গ্রান্ড স্ট্যান্ড ২০০০ টাকা।

সিলেট জেলা স্টেডিয়ামের বুথে ও ইউসিবিএল ব্যাংকে পাওয়া যাবে টিকিট। ৪ নভেম্বর শুরু হয়ে সিলেট পর্ব শেষ হবে ৮ নভেম্বর। এর পর ঢাকায় ফিরবে বিপিএল। এখান থেকে দ্বিতীয় পর্ব শেষ হয়ে চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে।এরপর আবার ঢাকায় ফিরে যবনিকা হবে বিপিএলের পঞ্চম আসরের।