ধর্ষণ মামলায় কারাগারে কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধর্ষণ মামলার আসামী মেহেদী হাসান নাইচকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নাইচকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মেহেদী হাসান মোবারক মোনিম।

মেহেদী হাসান নাইচ কলারোয়া উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারেফের ছেলে।

কলারোয়া থানা সূত্র জানায়, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কলারোয়া থানায় নাইচের বিরুদ্ধে মামলা করেন ভিকটিম। ওই মামলায় নাইচ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

থানার একজন এসআই বলেন, ‘ওই মামলায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। পরবর্তী দিনে রিমান্ড আবেদনের ব্যাপারে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।’

উল্লেখ্য, প্রেমের সম্পর্ক করে ৪ বছর ধরে মেহেদী হাসান নাইচ কলারোয়ার এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ৩ জুলাই আবারও ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। -এমনই অভিযোগে ওই ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে গত ১৮ আগস্ট নাইচকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।