ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা এবারও হচ্ছে না

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল বছরের মতো এবারও এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা আয়োজন করা হচ্ছে না।

শনিবার (১০ জুলাই) পূজা উদযাপন কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

ধামরাই উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল জানান, মহামারি করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ থাকায় এ বছর রথযাত্রা আয়োজন থেকে বিরত থেকেছেন তারা।

তবে রথযাত্রা ও মেলা নাহলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান তিনি।

উল্লেক্ষ্য, আগামী ১২ জুলাই রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিল।

ধামরাইয়ের যশোমাধবের এ রথের খ্যাতি দেশজুড়ে। প্রতিবছর হিন্দুধর্মাবলম্বীরা দেশের প্রাচীন ও বৃহত্তম এ প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহীএ রথযাত্রায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।
তবে করোনাভাইরাস মহামারির প্রকোপে গত বছর বন্ধ ছিল রথযাত্রা। এর আগে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রথ পুড়িয়ে দিলে সেসময় রথযাত্রা বন্ধ ছিল। শুরুর পর থেকে চলতি বছর তৃতীয়বারের মতো রথযাত্রাটি স্থগিত হলো।