নতুন বছরে মানবাধিকার রক্ষায় সোচ্চার হতে হবে : জাতীয় মানবাধিকার সমিতি

ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন বলেন, ২০২০ বছরটি বিদায় নিয়ে চলে গেল মহাকালের আদি অন্তহীন সময়ের অতল গহ্বরে। বিগত বছরের সাফল্য ব্যর্থতার প্রেক্ষাপটে নতুন বছরটি সুখের হোক, শান্তিপূর্ণ হোক সেটাই নববর্ষে মানুষের প্রত্যাশা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃত্রয় এসব কথা বলেন।

তারা বলেন, বিগত বছরে করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ একটি ‘মানবিক রাষ্ট্র’ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। করোনা মহামারির মাঝেও লঙ্ঘিত হয়েছে মানবতা-মানবাধিকার, যা আমাদের জন্য কাম্য ছিল না। মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত প্রচুর। আগামী নতুন বছরে মানবাধিকার রক্ষায় আমাদের আরো বেশী সোচ্চার হতে হবে।

নেতৃত্রয় বলেন, প্রত্যাশা করি নতুন বছর হবে দুর্নীতি-দুর্বৃত্ত্বায়ন মুক্ত বাংলাদেশ। আইনের শাসনের বাংলাদেশ। গুম হয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসবে পরিবারের কাছে সেই বাংলাদেশ।

তারা বলেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।