নরসিংদীতে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

নরসিংদীর রায়পুরায় বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ ১জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ ফেব্রয়ারী) সকালে রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নেতৃত্বে রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁচা রাস্তা থেকে মাদক সহ তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (তদন্ত) গোবিন্দ সরকার।

গ্রেফতারত নাইম ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের আব্দুল রহিমের ছেলে।

সূত্র জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সাল আহমেদ ও এএসআই আব্দুল খালেক মাদক বিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁচা রাস্তা থেকে মাদকসহ নাইমকে গ্রেফতার করেন।
এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা, ২৫টি ফেনসিডিল, ২৫টি স্কাফ ও ৮’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য (প্রায়) ছয় লক্ষ টাকা।