নরসিংদীতে ৫টি সংসদীয় আসন থেকে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন যারা

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে যারা মনোনয়ন কিনেছেন তারা হলেন—নরসিংদী—১ (সদর) আসনের বর্তমান এমপি নজরল ইসলাম হির, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরজ্জামান কামরল, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ব্যবসায়ী আলী হোসেন শিশির, ব্যবসায়ী মোমেন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা দারস সালাম শাকিল ।

নরসিংদী—২ (পলাশ) আসনের বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারল আশরাফ খান দিলীপ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, সাবেক বিচারপতি মনসুরল হক চৌধূরী,
নরসিংদী—৩ (শিবপুর) আসনের বর্তমান এমপি জহিরল হক ভুঁইয়া মোহন, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, কেন্দি্রয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু, সাবেক এমপি প্রয়াত রবিউল আওয়াল খান কিরণের ছেলে ফজলে রাব্বি খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল কবির সাহিদ।

নরসিংদী—৪ (মনোহরদী—বেলাব) আসনের বর্তমান এমপি নুরল মজিদ মাহমুদ হুমায়ুন, তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রল মজিদ মাহমুদ চন্দন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন, জেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল হক আসলাম সানী, কেন্দি্রয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারল ইসলাম।

নরসিংদী—৫ (রায়পুরা) আসনের বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু, তার স্ত্রী কল্পনা রাজিউদ্দিন, ছেলে রাজিব আহমেদ পার্থ, কেন্দি্রয় আওয়ামী লীগের সাবেক সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধূরী, কেন্দি্রয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য রিয়াদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল হক।