নরসিংদীতে ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নরসিংদীর পলাশে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন।

আটকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দূর্গাপুরের অলহরি গ্রামের মৃত আবুল কালাম ওরফে জালাল উদ্দীনের ছেলে মোঃ কামরল ইসলাম (৪৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার আমগতি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ হারন মিয়া (৫০)।

ডিবির ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোঃ নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস দল পলাশ থানাধীন চরনগরদী পাঠান বিরিয়ানি হাউজের সামনে থেকে গাঁজা বহনকারী একটি সাদা রংয়ের পিক-আপ ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের ভিতরে থাকা প্লাস্টিকের দুটি বস্তায় কৌশলে লুকানো অবস্থায় ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পিক-আপ ভ্যানে থাকা দুই মাদক কারবারি দরজা খুলে পালানোর চেষ্টা করলে তাদেরকে দৌডে আটক করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত কামরল ও হারন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে উদ্ধারকৃত মাদক গুলো তাদের এবং তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পরে গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।