নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক সভা

নরসিংদী রায়পুরায় মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষা এবং নদীর দূষণ ও তার তীর বেদখল রোধকল্পে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫জুন) বিকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালাতে উক্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ।

এসময় শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার, মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা : মাহফুজা আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগন নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষায় এবং নদীর দূষণ ও তীর বেদখল রোধকল্পে সচেতন থাকার আহ্বান জানান।