নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদের কাছে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অনেক মুসল্লি হতাহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের শহর মুবিতে মঙ্গলবার দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) এই হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাস মোকাবেলায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলোচনার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। যে মসজিদে বোমা হামলা হয়েছে সেই মুবি শহরটি আদামাওয়া রাজ্যের রাজধানী ইয়োলা থেকে ১২৫ মাইল দূরে অবস্থিত।

আদামাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র ওসমান আবু বকর বলেন, নিহতে সংখ্যা ২৪। কিন্তু এ সংখ্যা বাড়তে পারে। তবে উদ্ধারকারী দলের কর্মকর্তা সানি কাকালে বলেন, আমার উপস্থিতিতে ৪২টি লাশ এবং ৬৮ আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

মুবি জেনারেল হাসপাতালের বরাত দিয়ে এএফপি জানিয়েছে যে তারা ৩৭টি মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে গ্রহণ করেছে। এছাড়া কয়েকটি গণমাধ্যম নিহতের সংখ্যা ৬০ বলেও উল্লেখ করেছে।

হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করা হচ্ছে। এই গোষ্ঠীটি উত্তর-পূর্ব নাইজেরিয়াতে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় ২০০৯ সাল থেকে চেষ্টা করে যাচ্ছে।

সূত্র: দ‌্য গার্ডিয়ান