নানা আয়োজনে সাতক্ষীরায় পরিবেশ দিবস পালিত

র‌্যালী, বৃক্ষ রোপণ, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস-২০২২’ উপলক্ষে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও উন্নয়ন প্রচেষ্টার যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সঞ্চালনায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের এ এস পি আসাদুজ্জামান, এসইপি কল্পের প্রকল্প ব্যবস্থাপক শাহনেওয়াজ কবীরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।
এর আগে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও উন্নয়ন প্রচেষ্টার যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়।
এদিকে, জেলার পাশাপাশি উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর আয়োজনে তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে র‌্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এস, এম মুজিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তাগণ, পরিবেশ ক্লাবের প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।