নারায়ণগঞ্জে ডিসির নাম্বার ক্লোন করে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ কর্তৃক ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন মানুষকে প্রতারণার জালে ফেলার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, আমাদের জেলা প্রশাসক স্যারের ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন করে বিভিন্নভাবে মানুষকে ফোন করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা বিষয়টি পুলিশকে বিষয়টি অবগত করেছি।
জেলা পুলিশের বিশেষ সাইবার ক্রাইম মনিটরিং সেল এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। জনসার্থে সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন