নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আহত আটজন ঢাকা মেডিকেলে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/1662026982648.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে শাওন (২০) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
তারা হলেন মো. বাদল ভূঁইয়া (৩৫), নাবির হোসেন নবীন (৩০), মো. রাসেল প্রধান (৩০), মো. জুয়েল আরমান (৪০), মো. ফারুক হোসেন (৩০), মো. আকিব (২২), মো. সুলতান মাহমুদ (২৫) ও মো. আলিব (২৫)।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম ফারুক খোকন জানান, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব থেকে যুবদলের একটি মিছিল বের করি। মিছিল নিয়ে সামনের দিকে যাওয়া মাত্র পুলিশ আমাদের ওপর গুলি করে। গুলিবিদ্ধ হয়ে শাওন নামে আমাদের এক কর্মী নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ আটজনকে হাসপাতালে আনা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন