নিভলো চট্টগ্রামের কেরাণীহাট নিউ মার্কেটের আগুন, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধকোটি

অবশেষে নিভে গেল চট্টগ্রামের সাতকানিয়া কেরাণীহাট নিউ মার্কেটের ভয়াবহ আগুন, তবে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি বলে ধারণা করা যাচ্ছে।

২৯ মে সকাল ৯ টার সময় কেরাণীহাট নিউ মার্কেটে ক্যান্ডি নামক একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে সাতকানিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট,চন্দনাইশের একটি ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

আগুনের সূত্রপাতের প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে, উক্ত ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ শেষে সাতকানিয়া ফায়ার সার্ভিস ইউনিট জানায়, তীব্র প্রচেষ্টার কারণে শুধুমাত্র দুইটি দোকান পুড়ে যায় আর তেমন ক্ষয়ক্ষতি হয় নাই।
তারা আরো জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে নাহ,তবে তদন্ত করা বিষয়টা জানানো হবে।

প্রসঙ্গত, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সাতকানিয়া ফায়ার সার্ভিসের একজন অফিসার কর্মকর্তা।