নুরুল হাসান সোহান-লিসার প্রেমকাহিনী

ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বাড়তি টান নুরুল হাসান সোহানের। সময় পেলেই বন্ধুদের নিয়ে হাজির হতেন পাড়ার খেলার মাঠে। ব্যাট-বল হাতে মাতিয়ে রাখতেন পুরো মহল্লা।

বাবা কাজী নাসিমুল হাসান দেশসেরা একজন ফুটবলার। মনে প্রাণে স্বপ্ন দেখতেন, ছেলে একদিন বড় মাপের ক্রিকেটার হবে। শেষমেশ সে আশা হলো পূর্ণ। ক্রিকেট খেলার পাশাপাশি পড়াশুনাও চালিয়ে যান সোহান।

মাধ্যমিক পাস করে ভর্তি হন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনটা বেশ সাদামাটাই কাটে তার। নতুন পরিবেশ, চারপাশের নতুন মানুষগুলো দেখে খানিকটা ঘাবড়ে যান সোহান।

ধীরে ধীরে সেই ঘোর মিইয়ে যায়। তৈরি হয় একাধিক বন্ধু। হঠাৎ একদিন কলেজের আঙিনায় লিসার চোখে চোখ পড়ে সোহানের। প্রথম দেখায় মনের ভেতর কেমন জানি একটা মোচড় দিয়ে উঠে। এ বুঝি প্রেমে পড়লাম!

মূলত কলেজ জীবন থেকেই লিসার সঙ্গে মনের লেনাদেনা শুরু সোহানের। একসঙ্গে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও ভর্তি হওয়া। এরপর লিসা-সোহানের প্রেমকাহিনী হয়ে যায় সবার জানাজানি। ‘না’ বলেনি দুই পক্ষের পরিবারও। বন্ধন আরও মজবুত হতে থাকে।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে প্রিয় মানুষটির হাতে আংটি পরিয়ে যান সোহান। আসর শেষ করে দেশে ফিরে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করেন ঈদের আনন্দ।

ঘনিয়ে আসে কাঙ্ক্ষিত শুভক্ষণ। অবশেষে শুক্রবার খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয় সোহান-লিসার জমকালো বিয়ে। মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন সোহানের বিয়েতে।