বিশ্বের সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয় এই গ্রামে

পৃথিবীর মধ্যে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে। কিন্তু এখন আর সেটা নেই। বৃষ্টির ক্ষেত্রে চেরাপুঞ্জি এখন পিছিয়ে গেছে। বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় মাসিনরাম নামক একটি গ্রামে। এই গ্রামটি অবস্থিত রয়েছে মেঘালয়ে।

মাসিনরামে বছরে ১১,৮৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা চেরাপুঞ্জিতে হওয়া বৃষ্টিপাতের থেকে ১০০ মিলিমিটার অধিক।

সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে এই গ্রামের নাম রযেছে। বৃষ্টির সময় এই গ্রামের বাসিন্দাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়।

এই গ্রামের মানুষরা বেতের তৈরি ছাতার ব্যবহার করেন। এই ছাতার সাহায্যে তারা পুরো শরীরকে ঢেকে নিতে পারেন। এই ছাতার সাহায্যে গ্রামের বাসিন্দারা বর্ষাকালে তাদের কাজ করতে পারেন। বেত দিয়ে তৈরি এই ছাতাগুলিকে কনুপ বলা হয়।