নেত্রকোনার খালিয়াজুরীতে এসডিএফের দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নেত্রকোণার খালিয়াজুরীতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ) হতদরিদ্রদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করেছে। বুধবার(৮ মার্চ) দুপুর ২ টায় খালিয়াজুরী কলেজ মাঠে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় ও এসডিএফের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা’র সভাপত্বিতে ও জেলা ক্লাষ্টার মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর পরিচালক ( অপারেশন্স) মোঃ গোলাম ফারুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসডিএফ ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন।মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ,উপজেলা আওয়ামিলীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক।

এসময় আরো উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান সোয়েব সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হেপী রায়, খালিয়াজুরী সদর ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইসহাক ও এসডিএফ এর বিভিন্ন পার্যায়ের কর্মকর্তারা।

খালিয়াজুরী উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ টি গ্রাম সমিতি থেকে ২৬৮ জন হতদরিদ্রের মাঝে নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোট ২৪ লাখ ১২ হাজার টাকা বিতরণ করেন। প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে এককালীন ৯ হাজার টাকা হারে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে সাজ্জাদুল হাসান খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আগামী ১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে উদাত্ত আহ্বান জানান।