পর্যটন নগরী সাজেকে ইউপিডিএফ ও নারী সংঘের উদ্যোগে কৃষকের ধানকাটায় সহায়তা প্রদান

পার্বত্য জেলায় পর্যটন নগরী সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট(ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ-এর বাঘাইছড়ি উপজেলা শাখার যৌথ উদ্যোগে রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটের বামে বাইবাছড়া গ্রামে কৃষকের ধান কাটার কাজে সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার(২৯শে অক্টোবর ২০২২) ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক রাদেখা চাকমা। এতে স্থানীয় নারী এবং যুবকরাও অংশ গ্রহণ করেন।

ধান কাটা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফ জনগণের পার্টি হিসেবে লড়াই সংগ্রামের পাশাপাশি জনসেবামূলক কাজ করে যাচ্ছে।

ইউপিডিএফ’র এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আমাদের সকলকে পরস্পরের মধ্যে সহযোগিতার মানসিকতা লালন করতে হবে। একে অপরকে সহযোগিতার মাধ্যমেই আমরা অনুন্নত সমাজে অগ্রগতি সাধন করতে পারে।