পাবনার আটঘরিয়ায় হাত ধোঁয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও প্রর্দশনী অনুষ্ঠিত

“হাতের পরিছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে জাতীয় স্যানিটেশন মাস ২০২২ ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোঁয়া প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৫ অক্টোবর) সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার সুমন কুমার সমর, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুর ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা সানজিদা আক্তার তুলি, মুরাদ হোসেন, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাসহ সকল ছাত্র ও ছাত্রী।