পাবনার ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট! ভোগান্তিতে ছাত্রছাত্রী ও জনসাধারণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরশহরের শরৎনগর হাটের নির্দিষ্ট কোন জায়গা নেই! সড়কের ওপরই বসছে হাট। এতে যানচলাচলসহ জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বছরের পর বছর ধরে এভাবে চলে আসলেও জনভোগান্তি নিরসনে নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

সরেজমিনে দেখা গেছে, এখানে সপ্তাহে শনি ও বুধবার দুদিন হাট বসে। ভাঙ্গুড়া উপজেলাসহ আশপাশের এলাকার কৃষক তাঁদের উৎপাদিত ধান, পাট, গম, সরিষা, শাকসবজিসহ নান পণ্য এ হাটে বিক্রি করতে আসেন। প্রতি হাটে এখানে হাজার-হাজার মণ কৃষিপণ্য কেনাবেচা হয়। এখান থেকে প্রতিবছর সরকারের মোটা অংকের রাজস্ব আয় হয়। কিন্তু হাট বসার জন্য নেই নির্দিষ্টি কোন জায়গা। তাই শহরের প্রধান সড়ক দখল করে দীর্ঘ দিন ধরে বসছে হাট। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও রোগীবাহী এ্যাম্বুলেন্স, গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

শরৎনগর ফাজিল মাদরাসার ছাত্র ইফতেখার মাহমুদ শাকিল জানান, হাটের দিনে ভিড়ের মধ্যে দিয়ে মাদরাসায় যেতে তাঁদের সমস্যা হয়। সড়কে হাট না বসিয়ে নির্দিষ্ট জায়গায় হলে ভালো হতো। শরৎনগর বাজারের স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ বলেন, সপ্তাহে দুই হাটের দিনে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাটের একটি নির্দিষ্ট জায়গা থাকলে দুর্ভোগ লাঘব হতো। তবে লেবু ব্যবসায়ী সিরাজ বলেন ভিন্ন কথা। তিনি বলেন, সব এলাকাতেই সড়কের ওপর হাট বসে। সড়কে হাট বসলে বেচাকেনা ভালো হয়!

ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, হাট বসানোর মতো কোন জায়গা না থাকায় এ ব্যাপারে তিনি কোন পদক্ষেপ নিতে পারছেন না।