পটুয়াখালীর গলাচিপা ডাকুয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে বই বিতরণ উৎসব শুরু হয়েছে।

রোববার (১ জানুয়ারী) নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীদের সাথে পটুয়াখালী জেলার গলাচিপা, উপজেলার (ডাকুয়া) আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এবাদুল্লাহ সমাবেশের মাধ্যমে নতুন বছরের করনীয় শীর্ষক আলোচনার পর প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে যথাসময়ে নতুন বই পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। প্রাক -১০জন, ১ম– ২০জন, ২য়– ৩০জন মিলে ৬০জনের মধ্যে নতুন বই তুলে দেওয়া হয়। বই পেয়ে শিশুরা খুবই আনন্দিত হন। এবার ছাপার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। এ সকল শিক্ষার্থীদের পরবর্তীতে নতুন বই বিতরণ করা হবে।

এবার সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে ৬ কোটি ৭৭ লাখ বই পৌঁছে দেওয়া হয়েছে।