পুরোনো চোট কাটিয়ে না উঠতেই নতুন চোটে তামিম

রোববার বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে শুক্রবার অনুশীলনের সময় বাঁ-হাতে চোট পেয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। যে কারণে কিছুটা হলেও ভয় ভীতি ছড়িয়েছে টাইগার শিবিরে।

শুক্রবার ইংল্যান্ডের ওভালে নেট প্র্যাকটিসের সময় তামিমের বাঁ-হাতে এসে বল আঘাত করে। চোট পাওয়ার পরই তিনি মাঠ ছেড়ে চলে যান।

তামিম ইকবালের চোট কতোটা গুরুতর তা এখনও নিশ্চিত করেনি টাইগার টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্টের পর বুঝা যাবে তার হাতের কি অবস্থা।

শুধু তামিম ইকবালই নন, বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ। এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদরা।