ফিলিস্তিনকে সমর্থন জানাতে গুগলকে ইহুদিকর্মীদের আহ্বান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের টানা বোমাবর্ষণ এবং হত্যাযজ্ঞ চালানোয় ইসরাইলের প্রতি নিন্দা জানিয়েছে গুগলে কর্মরত একদল ইহুদি কর্মী। তারা গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

প্রযুক্তিবিষয়ক সংবাদ পোর্টাল দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের একদল কর্মী এক চিঠিতে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে প্রকাশ্যে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিতে বলেছেন। সেখানে ইসরাইলি সেনারা যে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং তাদের কারণে ফিলিস্তিনিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন,তা সরাসরি উল্লেখ থাকতে হবে বলেও জানান তাঁরা। এখন পর্যন্ত সে চিঠিতে ২৫০ জন কর্মী স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

গুগলের একদল কর্মী দ্বারা গঠিত ওই সংগঠনের নাম ‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’। এই সংগঠনটির বয়স খুব বেশি দিনের নয়।

উল্লেখ্য, গুগলে ইহুদি কর্মীদের মূল সংগঠনের নাম ‘জিউগলার্স’। তবে এটি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় ইসরায়েলের সমর্থন জানানোয় একদল ইহুদি কর্মী মূল সংগঠন থেকে বেরিয়ে জিউশ ডায়াস্পোরা গঠন করেন।