ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

‌কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়ায় আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবসে শহীদ মিনা‌রে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে পাকু‌ন্দিয়া সরকা‌রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রেণু অভিযোগ করে বলেন, সোহরাব সাহেব পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমরা হাজারো মানুষ নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে গিয়েছি। মারামার করার জন্য নয়। শহীদ মিনারে ফুল দিতে যাবার সময় প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছ‌ড়িয়ে পড়ে।