প্রথম দিনে অনুপস্থিত ১২৮জন

বগুড়ার শিবগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে প্রথম দিনে সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোক:) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত এ উপজেলায় ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র, দাখিল পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও এসএসসি (ভোক) বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ১২৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

৮টি পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৭জন। এর মধ্যে ছাত্র ১৬৭, ছাত্রী ২৮০ জন। এ কেন্দ্র অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল।

শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৪ , উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪১৪জন। উপস্থিত ছাত্র ২২১জন, ছাত্রী ২১৩জন। অনুপস্থিত ২০জন। যাহা মধ্যে ছাত্র-১১জন ও ছাত্রী-৯ জন। একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস.এম সারওয়ার জাহান, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাহবুবে রফিক।

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫৭জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৫২জন। উপস্থিত ছাত্র ৪৫২জন,ছাত্রী ৪০৫জন। অনুপস্থিত ৫ জন। এদের মধ্যে ছাত্র ২জন ও ছাত্রী ৩জন । এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা যুব কর্র্মকর্তা গোলাম রব্বানী ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক মন্ডল, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯২। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৮৬জন। উপস্থিত ছাত্র ৪৭৬জন, ছাত্রী ৪১০জন। অনুপস্থিত ৬জন। এর মধ্যে ছাত্র ১জন, ছাত্রী৫ জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আলহাজ্ব উদ্দিন ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।
গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫১০ জন। উপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ৫০৬জন। উপস্থিত ছাত্র ২৭৯জন ও ছাত্রী ২২৭জন। অনুপস্থিত ৪জন। এদের মধ্যে ছাত্র ১জন, ছাত্রী ৩জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মোঃ মাহফুজুর রহমান, কেন্দ্রে কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক তোজাম্মেল হক তোতা।
আলিয়ারহাট ডিইউএস ফাযিল ডিগ্রি মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৬ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৫জন। উপস্থিত ছাত্র ২৩৭জন, ছাত্রী ২৫৬জন। অনুপস্থিত ২১ জন। এর মধ্যে ছাত্র ১৩জন ও ছাত্রী ৮জন। একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস শাকুর, কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আব্দুস সালাম।
মোকামতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ১শত ৭ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪০জন। অনুপস্থিত ৬৭জন । এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি (ভোকঃ) চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯৫জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯২জন। উপস্থিত ছাত্র ১৩০জন, ছাত্রী ৬৫জন। অনুপস্থিত ৩ জন। এদের মধ্যে ছাত্র ১জন, ছাত্রী ২জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন সহকারী উপজেলা একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, সহকারী কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন সিনিয়র ইনন্ট্রাক্টর মিজানুর রহমান।
পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ও বোর্ডের টিম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
প্রসঙ্গতঃ শিবগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষা ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর এ উপজেলায় ৫ হাজার ২শত ৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও বিভিন্ন কারণে ৫০৮১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রথম দিনে ১২৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ ঘণ্টার পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ৩০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময়।