বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৩জন সামরিক উপদেষ্টার গার্মেন্টস ফ্যাক্টরী পরিদর্শন

বাংলাদেশে কর্মরত ১১টি দেশের ১৩ জন প্রতিরক্ষা ও সামরিক উপদেষ্টাগণ ডিজিএফআই এর মহাপরিচালক মহোদয় মেজর জেনারেল হামিদুল হক এর নেতৃত্বে সাভারস্থ বাইপাইল এলাকায় অবস্থিত ৪এ (4A) ইয়ার্ণ ডায়িং লিমিটেড নামক একটি পরিবেশ-বান্ধব গার্মেন্টস শিল্প কারখানাও পরিদর্শন করেন।

রবিবার (৪ ফেব্রুয়ারী) আলোচ্য পরিদর্শনের সময় বিদেশী সামরিক কূটনীতিকগণ ফ্যাক্টরীর উন্নততর ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি সম্বলিত পরিবেশ-বান্ধব যন্ত্রপাতির ব্যবহার, শ্রমিকদের মজুরী ও তাদের কল্যাণে গৃহীত বিবিধ পদক্ষেপ, উৎপাদন প্রক্রিয়ায় উৎকর্ষতা, মালিক-শ্রমিক সম্পর্ক, বিদেশে পণ্য রপ্তানীসহ টেকসই উৎপাদন নীতির প্রশংসা করেন।

এর পূর্বে পরিদর্শন দলটি সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সাভার সেনানিবাস পরিদর্শন করেন।