বাংলা ভাষায় অনলাইন সাংবাদিকতার উপর প্রথম বই এবারের বইমেলায়

বাংলা ভাষায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপর একাধিক বই রচিত হলেও অনলাইন সাংবাদিকতার মত ইদানীং কালে প্রচলিত একটি বিষয়ের উপর বই এই প্রথম।এই উদ্যোগের একজন অংশীদার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম।

বইটি লিখতে আরো সহযোগিতা করেছেন সাইফুল সামিন ও মো. সুমন আলী।লেখকগণ তিনজনেই সাংবাদিকতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে বইমেলার ৩২৭ থেকে ৩২৯ নং স্টলে।

কাজী এম. আনিসুল ইসলাম স্যার বলেন,”প্রযুক্তি ছাড়া সাংবাদিকতা কল্পনা করা যায় না।নিত্যনতুন প্রযুক্তি সাংবাদিকতার ধরণ,কাঠামো,উপস্থাপনাকে পরিবর্তন করে দিয়েছে।”

বর্তমান যুগ অনেকাংশেই প্রযুক্তি নির্ভর।তার পরিপ্রেক্ষিতেই সাংবাদিকতার বিভিন্ন কাজে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত।”অনলাইন সাংবাদিকতাঃপাঠ ও প্রয়োগ” বইটিতে প্রযুক্তি কিভাবে সাংবাদিকতাকে পরিবর্তন করছে এ বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।বইটি পড়ে পাঠক সমাজ বিষয়টির তাত্ত্বিক দিক জানার সাথে সাথে বাস্তব জীবনেও এর প্রয়োগ করতে পারবেন।