বিএনপি মানুষের মৃত্যু, দুর্যোগ ও দারিদ্রতাকে উপহাস করে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ায় না। তারা মানুষের মৃত্যু, দুর্যোগ ও দারিদ্রতাকে উপহাস করে।

আজকে দল হিসেবে আমরা আপনাদের কাছে এসেছি। কিন্তু আপনারা জানেন দেশে একটি বিরোধী দল আছে। রাজপথের বিরোধী দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি এই উত্তরবঙ্গে পাশের জেলা ঠাকুরগাও। আসতে যেতে লাগে এক ঘন্টা। তিনি আপনাদের মাঝে এখনও আসেনি। আমরা যাওয়ার পর উনারা আসবেন আমি জানি। কারণ আওয়ামী লীগ চলে আসছে, বিএনপিকে তো আসতে হয়। এ জন্য উনি আসবেন। উনি না এসে ঢাকায় বসে নানা ধরণের কথা বলছেন এরা এগুলাই করে। দুর্যোগে মানুষের পাশে দাড়ায় না। তারা মানুষের মৃত্যু, দুর্যোগ ও দারিদ্রতাকে উপহাস করে।

রোববার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানকালে এসব মন্তব্য করেন।

এসময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

পরে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মৃতের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

উল্লেখ্য মহালয়া পুজায় যোগ দিতে যাওয়ার সময় রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।